ঘরে হঠাৎ মিটারের ‘Reverse’ বা উল্টো দিকের বাতি জ্বলে উঠলে এটাকে অবহেলা করার সুযোগ নেই। কারণ, এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয়—আপনার বিদ্যুৎ ব্যবহারে গুরুতর সমস্যার সংকেত! বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, যখন ঘরের ওয়ারিংয়ে ত্রুটি থাকে—বিশেষ করে আর্থিং (ভূমি সংযোগ) এবং নিউট্রাল লাইনের ভুল সংযোগ—তখন বিদ্যুৎ সঠিক পথে না গিয়ে উল্টো পথে প্রবাহিত হয়। এতে মিটার বিভ্রান্ত হয় এবং ব্যবহারকারীর খরচ অস্বাভাবিক বেড়ে যায়। আর তখনই মিটার সংকেত দিতে শুরু করে Reverse বাতি জ্বালিয়ে। বিশেষজ্ঞদের মতে, আর্থিং তার মেইন সুইচে নিউট্রাল লাইনের সাথে একত্রে সংযুক্ত থাকলে এই সমস্যাটি বেশি দেখা যায়। এছাড়া বাড়ির ভেতরে আলাদাভাবে আর্থিং এবং নিউট্রাল যদি একসাথে জোড়া থাকে, তাও বিপদ ডেকে আনতে পারে। ✅ একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সাহায্যে মেইন সুইচ থেকে আর্থিং তার আলাদা করুন✅ আর্থিং তারটি...