নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে বিএনপি। অক্টোবরে একক প্রার্থীদের ‘সবুজ সংকেত’ (গ্রিন সিগন্যাল) দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সাফ জানিয়ে দিয়েছেন— দলের সিদ্ধান্তের বাইরে গেলে বা শৃঙ্খলা ভঙ্গ করলে সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের শীর্ষ সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ে মূল্যায়ন করা হচ্ছে ত্যাগ, আন্দোলনে সম্পৃক্ততা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। ইতিমধ্যে ৭০ শতাংশ আসনের জন্য একক প্রার্থীর সম্ভাব্য তালিকা প্রস্তুত রয়েছে। চলছে মাঠপর্যায়ে প্রচার-প্রস্তুতির কাজও। মিত্র দলগুলোর সঙ্গেও সমন্বয় করে আসন ভাগাভাগির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শতাধিক আসনের দাবি করেছে বিএনপির আন্দোলনসঙ্গী দলগুলো।...