গাজায় ইসরায়েল-হামাস সংঘর্ষে যুদ্ধবিরতি এখনও নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পউভয় পক্ষকে একটি মানচিত্র দেখিয়েছেন, যেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কিভাবে ইসরায়েল তাদের বাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে এবং হামাস কীভাবে বন্দিদের মুক্তি দেবে। ট্রাম্প জানিয়েছেন, “সমঝোতার পর ইসরায়েল বাহিনী প্রত্যাহারের পথে রাজি হয়েছে। সেটা আমরা হামাসকেও দেখিয়েছি। ওরা যখন সবুজ সঙ্কেত দেবে, ঠিক তখন থেকেই যুদ্ধবিরতি শুরু হবে। পণবন্দি এবং জেলবন্দিদের বিনিময় প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী পর্যায়ের সেনা প্রত্যাহারের অনুকূল পরিস্থিতি আমরা তখন প্রস্তুত করতে পারব। তবেই তিন হাজার বছরের এই বিপর্যয় থামবে।” এর আগে ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছিলেন, “আমি আর দেরি মেনে নেব না। অনেকেই মনে করেন, দেরি হলে গাজা আবার বিপর্যয়ের মুখে পড়বে। হামাস দ্রুত সিদ্ধান্ত না-নিলে সব বাজি পাল্টে যেতে পারে।” গাজায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্প...