আর মাত্র দুই বছর পর শতবর্ষ পূর্ণ করবে দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়। ২০১৪ সালের মার্চ মাসে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন রতন কুমার রায়। এসে দেখেন, শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতি কোনোটিই সন্তোষজনক নয়। এরপর শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন, সবার সহযোগিতা চান, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে শুরু করেন পরিবর্তনের উদ্যোগ। প্রথমেই লক্ষ্য নির্ধারণ করেন কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে। শিক্ষকদের সহযোগিতা ও নিজের প্রচেষ্টায় তিনি তা বাস্তবায়ন করতে সক্ষম হন। বর্তমানে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা সহস্রাধিক। এক এক করে গড়ে তোলেন বিতর্ক দল, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, সাংস্কৃতিক দল, হস্তশিল্প প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষার্থীদের সহযোগিতায় ‘দুই টাকার ব্যাংক’। এখন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় শতভাগ। জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে সারদেশ্বরীর শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে...