অক্টোবর মাসের শুরুতেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হচ্ছে। ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ শুরু হবে ৬ অক্টোবর থেকে, চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্র শাখার বিজয়ীর নাম। প্রতি বছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়। এবারের ঘোষণায় বিশেষ আগ্রহ শান্তি পুরস্কারকে ঘিরে, যেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছে। বিজয়ীদের নাম নোবেল প্রাইজ ওয়েবসাইটে সরাসরি প্রকাশ করা হবে। নোবেল পুরস্কারের সূচনা হয় ১৯০১ সালে, সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেলের উদ্যোগে। তাঁর সম্পদ থেকেই চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তি শাখায় পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে যুক্ত হয় অর্থনীতি শাখা। এই বছরের সূচি অনুযায়ী...