গত বছরের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের পক্ষে এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কাজটি কী দুরূহ ছিল? এ কথা সত্য, জুলাই অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের ওপর নির্দিষ্ট কিছু দায়িত্ব অর্পণ করেছে- নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার। যে কোনো অনির্বাচিত সরকারের ওপর এ ধরনের দায়িত্ব পালনে জটিলতা থাকা সত্ত্বেও জাতীয় প্রয়োজনে নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।কিন্তু ক্ষমতা গ্রহণের পর এক বছর দুই মাস কাটিয়ে দিলেও এখন পর্যন্ত তারা সংস্কারকাজ সম্পন্ন করতে পারেনি। এ সময়ের মধ্যে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সরকার পক্ষ গত জুন মাস পর্যন্ত জুলাই চব্বিশের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায়...