পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এর মধ্যে ৩টি দোকান সম্পূর্ণভাবে এবং ২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এর আগে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। কলাপাড়া ফায়ার স্টেশনের ফাইটার শাহদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কাপড়ের দোকান, একটি চায়ের দোকান ও ব্যাটারি চার্জের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লাখ টাকা ধরা হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম...