বিরতি শেষে ভিনিসিয়ুস জুনিয়র অবশেষে ফিরেছেন ব্রাজিল দলে। আসছে আন্তর্জাতিক উইন্ডোতে তাকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে। তবে তার আগে শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন জোড়া গোল। আর তাতেই বার্সাকে সরিয়ে রিয়াল মাদ্রিদ চলে গেছে লা লিগার শীর্ষে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লজ্জাজনক হারের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালকে ৩–১ গোলে হারিয়ে আবারও শীর্ষে ফিরেছে কোচ জাবি আলনসোর দল। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধটা ছিল হতাশায় ভরা। সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি রিয়াল। বিরতিতে যাওয়ার সময় দর্শকদের দুয়োও শুনতে হয় খেলোয়াড়দের। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়ুস। বিরতি থেকে ফেরার মাত্র ৯০ সেকেন্ড পরই গোল করেন তিনি। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বল পেয়ে...