ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় ‘বড় অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, হামাস সম্মতি জানালেই গাজায় যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে। রবিবার (৫ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার মূল ভিত্তি হলো—ইসরায়েল একটি ‘প্রাথমিক প্রত্যাহার সীমারেখায়’ যেতে সম্মত হয়েছে। আলোচনার অগ্রগতি নিশ্চিত হওয়ার পর ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ লেখেন: “হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, শুরু হবে বন্দি ও কয়েদি বিনিময় এবং পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। আর এটিই আমাদেরকে তিন হাজার বছরের এই বিপর্যয়ের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাবে।” এই প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় ইসরায়েলের সম্মতি জানানোকেই যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের পথে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে...