১০০ বছর আগে মোহিনী মিলে কাজ করতে আসা নেপালীরা কুষ্টিয়ার নেপালীপাড়ায় আজও রয়ে গেছে। ৫০ পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন। নানা সমস্যা থাকলেও তারা স্থানীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের টিকিয়ে রেখেছেন। খালিদ হাসান সিপাই, কুষ্টিয়া :১০০ বছর আগে মোহিনী মিলে কাজ করতে আসা নেপালীরা কুষ্টিয়ার নেপালীপাড়ায় আজও রয়ে গেছে। ৫০ পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন। নানা সমস্যা থাকলেও তারা স্থানীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের টিকিয়ে রেখেছেন। কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় একশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন ওই ৫০টি নেপালি পরিবার। বাংলাকে আপন করে নিয়ে বংশপরম্পরায় বাস করলেও ধরে রেখেছেন পূর্বপুরুষের সংস্কৃতি। নেপালি পরিবারগুলোর কারণে এলাকাটি সবার কাছে নেপালি পাড়া নামেই পরিচিত। জানা যায়, কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। ১৯০৮ সালে মোহিনী মিলস প্রতিষ্ঠিত হওয়ার কারণে নেপাল থেকে আনা...