ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চালতিপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় থেমে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শরীয়তুল্লাহ (২৫)। পিরোজপুরে গাজীপুর উপজেলার জামাল শরীয়তুল্লাহর ছেলে শরীয়তুল্লাহ ইমাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হানিফ পরিবহনের একটি বাস চালতিপাড়া কবরস্থানের সামনে থেমে ছিল। এসময় পেছন থেকে মাওয়ামুখী ইমাদ পরিবহনের বাসটি হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শরীয়তুল্লাহ। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান...