মা ইলিশের প্রজনন নিশ্চিতে ৪ অক্টোবর মধ্যরাত থেকে চলছে টানা ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞায় কার্যত বন্ধ হয়ে গেছে ফেনীর সোনাগাজী উপকূলে মাছ ধরা। এতে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন স্থানীয় দুই হাজারের বেশি জেলে। কিন্তু তাদের মধ্যে মাত্র ২৭৫ জন নিবন্ধিত ইলিশ জেলে সরকারি প্রণোদনার আওতায় ভাতা পাবেন, বাকিরা থাকছেন সহায়তা বঞ্চিত। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে নদ-নদী ও সাগরে ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময়। এ সময় ঝাঁকে ঝাঁকে ইলিশ সাগর হতে নদীতে আসে। মা ইলিশকে ডিম ছাড়ার নিরাপদ সুযোগ করে দিতে সরকার প্রতিবছরই এই সময়ে মাছ ধরা নিষিদ্ধ করে থাকে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিপণন আইনত দণ্ডনীয় অপরাধ। সোনাগাজী উপজেলা মৎস্য বিভাগ সূত্রে...