নড়াইল সদর উপজেলায় হোসেনপুর গ্রামে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে রাবু শিকদার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আসরাফ আলীর ছেলে। স্বজন সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাবু শিকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবক গত রবিবার বাড়িতে আসেন। মালয়েশিয়া থাকা অবস্থায় তিনি মাথায় আঘাত পান। বাড়িতে ফিরে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এরপর শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাবু। পরে রবিবার (৫ অক্টোবর) ভোরে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্বজনরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত...