ফিলিস্তিনের গাজার দিকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শত শত কর্মী ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন। গত শুক্রবার এই বহরের নৌযানগুলো সমুদ্র থেকে আটক করে প্রথমে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিভিন্ন কারাগারে রাখা হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালির চার নাগরিককে ইতোমধ্যেই তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। অন্যান্য দেশের কর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনও চলমান। ফ্লোটিলার আটকদের মধ্যে সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গসহ মোট ৪৭০ জন রয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, কারাগারে তাদের খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে না। ফ্লোটিলা থেকে অংশ নেওয়া ৪২টি নৌযান ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। নৌযানগুলো গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবক এবং ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এদিকে, ইসরায়েল জানিয়েছে, আটক ১৩৭ কর্মীকে আন্তর্জাতিক জলসীমায় ধরে ইসরায়েল থেকে...