লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে বিশেষ আয়োজন করল স্পেনের ক্লাব অ্যাথলেটিক বিলবাও। শনিবার সান মামেস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে প্রদর্শিত হয় ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা। ম্যাচের আগেই ক্লাবটি একটি বিবৃতি দেয় বিষয়টি নিয়ে। তারা জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং গণহত্যা বন্ধের আহ্বান জানানো। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সান মামেসের স্কোরবোর্ডে প্রদর্শিত হবে একটি স্পষ্ট বার্তা— ‘অ্যাথলেটিক ফিলিস্তিনের পাশে আছে। গণহত্যা বন্ধ করো’।’ গতকাল মায়োর্কা বিপক্ষে লা লিগা ম্যাচ শুরুর আগে ক্লাবটি আয়োজন করে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে মাঠে সম্মান জানানো হয় একাধিক অতিথিকে। তাদের মধ্যে ছিলেন ফিলিস্তিন নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের সহপ্রতিষ্ঠাতা হানি থালজিয়েহ। তিনি অ্যাথলেটিক ক্লাবের ১২৫ বছর পূর্তির...