ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব এখন শুভমান গিলের কাঁধে। কয়েক মাস আগেই টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন এই তরুণ ব্যাটার, এবার সীমিত ওভারের ক্রিকেটেও তার হাতে উঠল ভারতের হাল। আসন্ন ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার।রোববার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার সময় আগারকার স্পষ্ট করলেন, রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে নেওয়ার বিষয়টি ব্যক্তিগত নয়; বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তার ভাষায়, ‘একটা সময় আসে যখন পরের বিশ্বকাপের জন্য ভাবতে হয়। ওয়ানডে ক্রিকেট এখন সবচেয়ে কম খেলা হয়, তাই আগামী প্রজন্মকে প্রস্তুত করার সুযোগও কম। এখন থেকেই পরিকল্পনা শুরু করতে হবে।’আগারকার মতে, ভারতের কোচিং ও নির্বাচক প্যানেলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিন ফরম্যাটে আলাদা তিন অধিনায়ক নিয়ে কাজ...