নগরায়ণ, পরিবহন অবকাঠামোর উন্নতি এবং জীবনযাত্রার মান বাড়ার কারণে যানবাহনের চাহিদা বাড়ছে। কিন্তু ১৮ কোটি মানুষের দেশের চাহিদা এখনও মূলত আমদানির মাধ্যমেই পূরণ হয়। আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানো সম্ভব, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান অটোমোবাইল ও লাইট ইঞ্জনিয়ারিং খাতকে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। অটোমোবাইল শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এগিয়েছে। কিছু কোম্পানি মোটরসাইকেল, বাস ও ট্রাকের যন্ত্রাংশ আমদানি করে সংযোজন করছে, কিছু কোম্পানি নিজেরাই উৎপাদন করছে। তবে কাঁচামাল আমদানিসহ নানা খাতে সমস্যা রয়েছে বলে জানান তারা। অর্থনীতিবিদরা বলছেন অটোমোবাইল ও লাইট ইঞ্জনিয়ারিং শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই খাতকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দুর্বলতা রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।...