ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। বিক্ষোভকালে রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। এসময় পুলিশের সঙ্গে ভয়াবহ এক সংঘর্ষ হয় তাদের।শনিবার (৪ অক্টোবর) বিক্ষোভ দমনে পেপার স্প্রে ও জলকামান নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ।প্রতিবেদন অনুযায়ী, এদিন জর্জিয়ার স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রেই নিরঙ্কুশ জয় ঘোষণা করে দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরে দাঁড়ায় বড় দুই বিরোধী দল। পরে তাদের ডাকেই রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো জনতা।মূলত, গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই রাজনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে জর্জিয়া। ইউরোপীয় ইউনিয়নপন্থি বিরোধী দলগুলো অভিযোগ করছে, নির্বাচনে কারচুপির মাধ্যমে জয় পেয়েছে শাসকদল। এরপর থেকে ইইউ-তে যোগদানের আলোচনাও স্থগিত রেখেছে সরকার।এমন...