০৫ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রবিবার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরায়েল জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরাইলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা। আইডিএফের দাবি, গত ১৮ মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরার ইসরায়েল লক্ষ্য করে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন...