কৃষিকাজে বাবাকে সাহায্য করতেন মারুফা আক্তার। একসময় পরিবারে নুন আনতে পান্তা ফুরাত। সেসময় পাড়াগাঁয়ের মেয়ের ক্রিকেট খেলা মেনে নিতে পারেনি এলাকার মানুষ। তবুও থেমে থাকেনি মারুফার স্বপ্নযাত্রা।’ পড়ালেখা, বাবাকে কৃষিকাজে সহায়তা করা এবং ক্রিকেট খেলা চালিয়েছেন সমানতালে। পরিত্যক্ত রেললাইনের পাশে অনুশীলন করে বেড়ে ওঠা মারুফার। ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই বাজিমাত। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা ঘোষণা। ২ অক্টোবর কলম্বোতে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ দল। এর আগে মাত্র একবারই (২০২২ সালে) ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলের মারুফা। সেবারও জিতেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরুর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ম্যাচসেরার পুরস্কারজয়ী পেসার মারুফা আক্তার। দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে প্রথম ওভারেই দুটি উইকেট নেন তিনি। নীলফামারী এক্সপ্রেসের দুর্দান্ত পারফরম্যান্স। ফেসবুকে বইছে আনন্দের বন্যা। শনিবার মারুফা আক্তারের বাড়ি...