চ্যাম্পিয়নস লিগে ৫ গোলের ব্যবধানে জয়ের রেশ লা লিগাতেও ফিরিয়ে আনলো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচে ভিনিসিয়ুস দুটি আর একটি গোল করেছেন এমবাপ্পে। সফরকারীদের হয়ে এক গোল শোধ দেন জর্জেস মিকাউতাদজে। ৮ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। লা লিগায় সবশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মাদ্রিদ ডার্বিতে ৫-২ গোলে হারের তেতো স্বাদ পেতে হয়েছিল। জাবি আলোনসোর শিষ্যরাও তাই ছিলেন সতর্ক। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ২৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে। তবুও প্রথমার্ধ কাটে গোলের অপেক্ষা করেই। বিরতির দুই মিনিট পরেই ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস জুনিয়র। ৪৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফ্লিকে বাইলাইনের কাছে বল পান ব্রাজিলিয়ান উইঙ্গার। বল পায়ে ডি বক্সের ভেতরে...