ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শনিবার (৪ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছান ইসরায়েল থেকে বহিষ্কৃত ১৩৭ জন আন্তর্জাতিক কর্মী। তাদের মধ্যে ছিলেন ৩৬ জন তুর্কি নাগরিক, পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডানসহ আরও কয়েকটি দেশের নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তুর্কি সাংবাদিক ও ‘গাজা সুমুদ ফ্লোটিলা’র অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজের চোখে দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে নির্যাতন করেছে। তার ভাষায়, তাকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়। মালয়েশীয় কর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন অংশগ্রহণকারী উইনফিল্ড বিবার ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের বর্ণনা...