ম্যাচের ৩২তম মিনিটে মেসির নিখুঁত থ্রু পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন আলেন্দে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আলবার গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা। লিওনেল মেসি গোল না করেও পুরো ম্যাচ মাতিয়ে রাখলেন তার জাদুকরী অ্যাসিস্টে। তার তিনটি নিখুঁত পাসে গোল পেয়ে ইন্টার মায়ামি দাপুটে জয় তুলে নিয়েছে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে। রোববার (৫ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে মায়ামি ৪–১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। দলের হয়ে জোড়া গোল করেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। ম্যাচের ৩২তম মিনিটে মেসির নিখুঁত থ্রু পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন আলেন্দে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আলবার গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ডুর তুরগেমান ব্যবধান কমালেও এক মিনিট পরই মেসির পাসে...