শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই পলাতক রিজ্জাকুল রহমান রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে হঠাৎ দেখা গেল তার মামাতো ভাইয়ের বিয়েতে। খবর পেয়ে সেখানে সাদা পোশাকে উপস্থিত হয়ে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু, বেশিক্ষণ ধরে রাখা গেল না তাকে। পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকরাসহ ওই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকভোলা খাঁ এলাকায়। রিজ্জাকুল রহমান রাজু শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে থানা পুলিশের এস আই আল মামুন একজন কন্সটেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান।...