বিক্ষোভে উত্তাল জর্জিয়া। রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে হামলার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং পেপার স্প্রে ব্যবহার করেছে। গত বছরের সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি বিজয় দাবি করার পর থেকে ককেশাস দেশটি সংকটে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নপন্থী বিরোধী দল বলছে, ওই নির্বাচনে কারচুপি হয়েছে। সরকার ইইউতে যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত রেখেছে। প্রতিবেদন বলছে, স্থানীয় নির্বাচনের দিনেই এই বিক্ষোভ হয়। বিরোধীরা সরকারের কঠোর পদক্ষেপের পর মূলত এ নির্বাচন বয়কট করছে। এর আগে আয়োজকেরা জর্জিয়ান ড্রিম পার্টির নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানান। শনিবার জর্জিয়ান এবং ইইউ পতাকা উড়িয়ে হাজার হাজার বিক্ষোভকারী কেন্দ্রীয় তিবিলিসিতে মিছিল করেন। আয়োজকদের একজন অপেরা গায়ক...