ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংও সম্প্রতি দাবি করেন, চলতি বছরের মে মাসে সংঘর্ষের সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভারতীয় বাহিনী ভূপাতিত করেছে। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ তারা প্রকাশ করেননি। দক্ষিণ এশিয়ায় আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সাম্প্রতিক বক্তব্য ও পাল্টা প্রতিক্রিয়ার কারণে দুই দেশের সম্পর্ক আবারও সংঘর্ষের দিকেই যাচ্ছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে দেওয়ার’ হুমকি দেন। তার ভাষায়, পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহায়তা বন্ধ না করে, তবে তাদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। এই মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এমন মন্তব্য কেবল উস্কানিমূলক নয়, বরং সরাসরি যুদ্ধের আমন্ত্রণ। ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংও সম্প্রতি দাবি করেন, চলতি বছরের মে মাসে...