শনিবার (৪ অক্টোবর) বিকেলে নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সম্পাদক এহতেশাম হক। প্রস্তাবনায় যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশাচালকদের লাইসেন্স প্রদান, প্রশিক্ষণ, বৈধ ও অবৈধ গ্যারেজের তালিকা প্রস্তুত এবং নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড নির্ধারণের কথা বলা হয়েছে। পরিবহন শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে প্রস্তাবনায় বলা হয়, তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে প্রত্যেক নাগরিকের সহমর্মিতা প্রকাশ করা উচিত। সেই সঙ্গে কোনো শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা বা নির্যাতন করা যাবে না। প্রস্তাবনায় সিলেটে ৬ হাজার অটোরিকশার অনুমোদন দেওয়ার দাবিও জানানো হয়েছে। সেইসঙ্গে ব্যাটারিচালিত রিকশার কন্ট্রোল, গিয়ারবক্সসহ যন্ত্রাংশ বিএসটিআই কর্তৃক অনুমোদনের প্রস্তাবও করা হয়েছে। নগরের রাস্তাগুলোর ট্রাফিক লাইট ৩০ বছর আগে স্থাপিত হলেও কেনা মেরামত করা হচ্ছে না, সে প্রশ্নও তোলা হয়েছে। এহতেশাম হক...