০৫ অক্টোবর ২০২৫, ১০:৩১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম আরব সাগরের উপকূলে একটি নতুন বন্দর স্থাপন ও পরিচালনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা এই উদ্যোগ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। এই প্রস্তাবে প্রতিবেশি ভারত ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এক সময় ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র খুব কাছাকাছি ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এখন ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই পরিকল্পনা মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের খনিজসম্পদ খাতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বেলুচিস্তানের পাসনি শহরকে একটি টার্মিনাল হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এটি ইরান সীমান্ত থেকে প্রায় ১০০ মাইল এবং গোয়াদর বন্দর থেকে ৭০ মাইল দূরে অবস্থিত— যেখানে চীনের সহায়তায়...