ভারতের সামরিক প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকে 'মানচিত্র থেকে মুছে ফেলার' হুঁশিয়ারি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সামরিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসীম মুনিরের নেতৃত্বে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে, দুই প্রতিবেশীর মধ্যে ভবিষ্যতের কোনো সংঘাত "মহাপ্রলয়ঙ্করী ধ্বংসের" দিকে নিয়ে যেতে পারে। পাকিস্তান সেনাবাহিনী ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের বক্তব্যকে "বিভ্রান্তিকর, উসকানিমূলক এবং যুদ্ধংদেহী বক্তব্য" বলে উল্লেখ করেছে। বিবৃতিতে পাক সামরিক বাহিনী দাবি করে, তারা "শত্রুর ভূখণ্ডের প্রতিটি কোণে যুদ্ধ নিয়ে যেতে পারে"। তাদের দাবি, ভারতের এই "দায়িত্বজ্ঞানহীন বিবৃতি" গুলো মূলত "আগ্রাসনের জন্য খেয়ালখুশিমতো অজুহাত তৈরি করার" প্রচেষ্টা—যা ইঙ্গিত করে, 'অপারেশন সিন্দূর'-এর মতো আরেকটি সামরিক পদক্ষেপের...