নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে, যা তার স্ত্রী সাবিকুন নাহার সারার দুটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। প্রথম পোস্টে সাবিকুন নাহার সারা তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি লেখেন যে, ইসলামিক দাওয়াতি অঙ্গনের কিছু নারী-পুরুষের সম্পর্ক সাধারণ মানুষের কাছে দৃষ্টিকটু মনে হয়। তিনি ইঙ্গিত দেন যে, আবু ত্বহার নামও এমন গুঞ্জনের সাথে জড়িয়ে পড়েছে। সারা আরও অভিযোগ করেন যে, আবু ত্বহা তার কলেজ জীবনের প্রেমিকা জারিন জাবিনের (যিনি পেশায় একজন এয়ার হোস্টেজ) সাথে সম্পর্ক রেখেছিলেন এবং তাকে বিয়ে করার জন্য মরিয়া ছিলেন। তার দাবি, টাকার অভাবে জারিনের পরিবার আবু ত্বহার সাথে তাকে বিয়ে দেয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, আবু ত্বহা জারিনের সাথে তার বিছানায় বসে প্রেম করেছেন...