এই নীরবতা, এই বিচ্ছিন্নতা— এটাই কি পৃথিবীর সবচেয়ে গভীর অসুখ নয়? আমরা যেন দিন দিন একাকী হয়ে যাচ্ছি, অথচ চারপাশে মানুষের ভিড়! আমরা সবাই উন্নতির জন্য দৌড়াচ্ছি। দ্রুত, আরও দ্রুত। কিন্তু এই দৌড়ে আমরা মানবিকতা হারাচ্ছি। আমাদের শহরগুলো বিশাল হচ্ছে। কিন্তু আমাদের মনগুলো ছোট হয়ে যাচ্ছে। আমরা হয়তো এখন অনেক টাকা রোজগার করছি। কিন্তু আমাদের মনে শান্তি নেই। কাজের চাপ, প্রতিযোগিতা, সবসময় কিছু পাওয়ার চেষ্টা— এসবই এখন আমাদের জীবনের মূল অংশ। সকালে চোখ খুলতেই অফিসে ছুটতে হয়। রাতে ঘুমানোর আগে পর্যন্ত ফোন দেখতে হয়। এর মাঝে নিজের জন্য সময় নেই। প্রিয়জনের জন্য সময় নেই। একবার প্রকৃতির দিকে শান্তভাবে তাকানোরও সময় নেই। জীবনটা যেন একটা যন্ত্রের মতো চলছে, যেখানে আমাদের অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে। এই রোগ শুধু মানুষের মনে নেই। এটি প্রকৃতির...