পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেও বিদেশ যেতে পারেননি হাজারো কর্মী। অন্তর্বর্তী সরকারের আশ্বাস সত্ত্বেও ১৭ মাসেও মেলেনি কোনো সমাধান। এখন মালয়েশিয়া যেতে হলে নতুন করে আরও ১ লাখ ৬২ হাজার টাকা দিতে হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে প্রায় ৮ হাজার বিদেশগামীর মধ্যে চাহিদাপত্র রয়েছে মাত্র ৫০০ জনের জন্য। মন্ত্রণালয় বলছে, এই বাড়তি টাকা বিমান ভাড়ার খরচ হিসেবে নেওয়া হচ্ছে। নাটোরের আবু বকর নামের এক প্রবাসপ্রত্যাশী জানান, ৬ লাখ টাকা খরচ করেও ১৭ মাস ধরে দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু কোনো ফল পাননি। তার ভাষায়— “৬-৭ লাখ টাকা ঋণ করে এখন মোটে ১০ লাখ টাকার ধাক্কা খেয়েছি। আবার নতুন করে ট্রেনিং, চাকরি হারানো — কিছুই নিশ্চিত না। এমন অবস্থা যে মরতে পারলে মানুষ মরত! ১৮ হাজার লোক আজ...