আপনি নিশ্চয়ই অনেক সময়েই লক্ষ্য করেছেন যে মা, খালা কিংবা পরিবারের অন্য কোনও মহিলা যখন মোটরসাইকেলের পিছনে বসেন, তখন সবসময় একদিকে পা ঝুলিয়েই বসেন। এই রীতি শুধু পুরনো প্রজন্মেই নয়, ১৯৮০-৯০ এর দশকের মহিলারাও একইভাবে মেনে চলেছেন। কিন্তু কখনও ভেবেছেন কি, এমনটা হয় কেন? পুরুষরা তো এভাবে বসেন না, তাহলে মহিলারা কেনই বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে একপাশে বসেন? এর পেছনে আসলে কোনও বৈজ্ঞানিক কারণ নেই, বরং শত শত বছরের পুরনো রক্ষণশীল সামাজিক প্রথাই এই রীতির মূল কারণ। এই তথ্য অনেকেরই অজানা। এবার সেই গোপন কারণ সামনে আনলেন পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেনিথ ইরফান (Zenith Irfan)। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি। বায়ো অনুযায়ী, তিনি পাকিস্তানের প্রথম মহিলা যিনি গোটা দেশ জুড়ে মোটরসাইকেলে ভ্রমণ করেছেন। এক ভিডিওতে জেনিথ জানান,...