ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর ডনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ থামানোর আহ্বান জানালেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহলজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছেন। এদের মধ্যে অন্তত ৪৫ জন দুর্ভিক্ষ কবলিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী একটি নগরীটিতে একটি দখল অভিযান শুরু করেছিল। তাদের এ অভিযানের কারণে নগরীটির প্রায় ১০ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই গাজার দক্ষিণাঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। চিকিৎসা কর্মীরা জানান, গাজা সিটির তুফাহ এলাকার একটি বেসামরিক বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এই হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। টেলিগ্রামে শেয়ার করা এক...