জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ফের বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (৫ অক্টোবর) আয়োজিত এ বৈঠকে রাজনৈতিক দলগুলো একমত না হলে শেষ পর্যন্ত সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। অন্তবর্তী সরকার ছয়টি সংস্কার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় বসে কমিশন। এ পর্যন্ত ৮৪টি প্রস্তাবে ঐকমত্য হলেও মৌলিক অনেক বিষয়ে দলগুলোর মতভিন্নতা রয়ে গেছে। সবচেয়ে বড় জটিলতা দেখা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি। অন্যদিকে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চাইছে জামায়াত, এনসিপি-সহ আরো কয়েকটি দল। আরো পড়ুন :আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা এমন পরিস্থিতিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য...