এখানে দেশি-বিদেশি হরেক রকম খাবারের সম্ভার নিয়ে আছে পিৎজা হাট, কেএফসি, হারফি, সুশি, বিএসফি, কফি ওয়ার্ল্ড, শিঙাড়াওয়ালা, আমেরিকান বার্গার, বার্গার কিং, টেরা ব্রিস্টো, হটকেক, ট্রাইব, বোহো, ফুচকাওয়ালীসহ শ খানেক ছোট-বড় ভোজনালয়। পোশাক-পরিচ্ছদের দোকানের মধ্যে এখানে আছে আড়ং, অঞ্জনস, দেশাল, প্রাইড, ইয়োলো, আর্টিজান, এক্সট্যাসি, লুবনান, ইনফিনিটি, টেক্সমার্ট, হোমটেক্স, রিচম্যান, মাদার্স কেয়ার, মেনজ ক্লাব, লিভাইস, পুমাসহ দেশ-বিদেশের বহু বিক্রয়কেন্দ্র, শোরুম। অঞ্জনসের ব্যবস্থাপক রেজাউল হাসান জানালেন, এখানে সুতি ও হাফ সিল্কের শাড়ি তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে। আর পাঞ্জাবি পাওয়া যাবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। পূজা উপলক্ষে নতুন ডিজাইনের পাঞ্জাবি এসেছে রিচম্যানে। ব্যবস্থাপক মামুন মিয়া বললেন, এসব পাঞ্জাবির সঙ্গে পায়জামাও রয়েছে। এর দাম শুরু হয় আড়াই...