০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে উত্তরায় কেমিস্ট সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর উত্তরার সেক্টর ০৭ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ গতকাল এক প্রাণচঞ্চল পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা থানা উপ-শাখার সভাপতি মো: অলিউল্যাহ্। শওকত রহমান সুজন এর উপস্থাপনায় উত্তরায় সাধারণ কেমিস্টদের অংশগ্রহণে প্রানবন্ত হয়ে উঠে কেমিস্ট সচেতন অনুষ্ঠান ২০২৫। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল হক চৌধুরী, সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় সহ-সভাপতিবৃন্দ ও পরিচালকমন্ডলীগণ এবং ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ। প্রধান আলোচক হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম। এছাড়াও বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, গাজীপুর সহ বিভিন্ন জেলা ও থানার...