০৫ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম রাজশাহীর কাটাখালী এলাকায় কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান চক্রের তিন সদস্যকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। অভিযানে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন এবং তিনটি সীমকার্ড উদ্ধার করা হয়। রবিবার র্যাব–৫ এর উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলার মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোঃ আশাদ খাঁ (২১), তার পিতা...