০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরাইল গাজার প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। তিনি আরও জানিয়েছেন, হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই পদক্ষেপকে গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প জানান, ইসরাইল প্রাথমিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত আসে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ২০ দফা প্রস্তাবের অংশ মেনে নেওয়ার পর, যেখানে হামাস ইতিমধ্যেই কিছু শর্ত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর না হলে ট্রাম্প সতর্ক করেছেন, “সব চুক্তি বাতিল হয়ে যেতে পারে।” হোয়াইট হাউস গত সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো...