০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তুরস্কের এক মানবাধিকার কর্মী। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। রোববার (৫ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর তুরস্কের মানবাধিকারকর্মী এরসিন চেলিক সাক্ষাৎকারে জানান, “গ্রেটাকে অপমানজনকভাবে ইসরায়েলি পতাকা চুমু দিতে বাধ্য করা হয়েছে। তারা তাকে প্রকাশ্যে হেনস্তা করেছে।” অভিযোগ অনুসারে, থুনবার্গকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে কারণ তিনি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ। গ্রেটা থুনবার্গ ২২ বছর বয়সী এবং তিনি ম্যাডলিন নামের জাহাজে মানবিক সহায়তা নিয়ে গত জুনে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। গাজার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনীর হাতে তাদের...