একদিকে হারছিলো লিভারপুল, যেটাকে দারুণ এক সুযোগ হিসেবে গ্রহণ করলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গানারদের হয়ে ৩০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ালেন তিনি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচটি হয়ে উঠল এক স্মরণীয় জয়ে রাঙানো এক সন্ধ্যা। নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে ডেকলান রাইসের গোল ও বুকায়ো সাকার পেনাল্টিতে গানাররা ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেও উঠে গেলো আর্সেনাল। ৭ ম্যাচে গানারদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে টেবিলের ১৯তম স্থানে। গত দুই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে এসে জয় নিয়ে ফিরেছিল ওয়েস্ট হ্যাম; কিন্তু এবার ইতিহাস পাল্টে দিলেন তাদেরই সাবেক অধিনায়ক রাইস। প্রথমার্ধের ৩৮তম মিনিটে মার্টিন জুবিমেন্দির নিখুঁত পাসে এগিয়ে গিয়ে জোরালো...