বগুড়ার শিবগঞ্জে পুলিশের চোখের সামনে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে হাতকড়াসহ তার স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু রাতে নিজ গ্রামের মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। খবর পেয়ে শিবগঞ্জ থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সেখানে পৌঁছায়। এসআই আল মামুনের নেতৃত্বে রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয় এবং তাকে থানায় নেওয়ার চেষ্টা করা হয়। এসময় রাজুর কয়েকশো আত্মীয়-স্বজন পুলিশের ওপর হামলা চালায়। কিছু সময়ের মধ্যে তারা রাজুকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিনজন সদস্য আহত হন। রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা,...