নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৩০ কোটি টাকা) ঋণ গ্রহণ করছে। এটি হবে বাংলাদেশের কোনো বেসরকারি কোম্পানিকে দেওয়া প্রথম ‘সাসটেইনেবিলিটি-লিংকড’ ঋণ, যা পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্যবহার হবে। গত ১ অক্টোবর এনভয়ের পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই ঋণ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। কোম্পানি সূত্র জানিয়েছে, এই ঋণ ৭ বছরের জন্য নেওয়া হচ্ছে, যার মধ্যে প্রথম ১৮ মাস থাকবে গ্রেস পিরিয়ড। অর্থাৎ, এই সময়ের মধ্যে কোম্পানিকে ঋণের কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ড শেষ হলে পরবর্তী সময় ১২টি অর্ধবার্ষিক কিস্তিতে পুরো ঋণ পরিশোধ করা হবে। এই অর্থের বড় একটি অংশ ব্যবহার করা হবে এনভয় টেক্সটাইলসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য।...