ব্যর্থতা কাটিয়ে অবশেষে জয়ের দেখা পেলো ইন্টার মায়ামি। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে দ্য হেরন্স। রোববার (৫ অক্টোবর) মেজর লিগ সকারে (এমএলএস) ৪-১ গোলে জয় পেয়েছে মায়ামি। দলের হয়ে দুটি করে গোল করেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। গোল না পেলেও তিনটি অ্যাসিস্ট করে সবচেয়ে বড় অবদান রাখেন মেসি। টরন্টোর বিপক্ষে ১-১ সমতা এবং তার পরের ম্যাচে শিকাগোর কাছে ৫-৩ গোলে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল মায়ামি। তবে ছন্দপতন দীর্ঘস্থায়ী হতে দেননি মেসি-আলবারা। নিউ ইংল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখায় তারা। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয় মায়ামি, যার মধ্যে টার্গেটে ছিল ৮টি। আরো পড়ুন :এমবাপের জোড়া গোলে পাঁচ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৩২তম মিনিটে...