খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া হাজ্বী ইসমাইল মার্কেটে শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাত পৌনে ২টার দিকে শুরু হওয়া আগুন মুহূর্তের মধ্যে মার্কেটের প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের প্রাথমিক সূত্রপাত এক টায়ারের দোকান থেকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। মালিকরা কোনভাবেই তাদের দোকানের মালামাল বাঁচাতে পারেননি। এতে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয়রা এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে। মারাত্মকভাবে ছড়িয়ে পড়া আগুন প্রায় দেড় ঘণ্টা পর মাটিরাঙা উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে। গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট...