ফুসফুসের স্বাস্থ্য নিয়ে কথা উঠলে ধূমপানের প্রসঙ্গ আসবেই! ধূমপান শরীরের প্রতিটি অংশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ফুসফুস সরাসরি ধূমপানের সংস্পর্শে আসার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে ধূমপানই আমাদের ফুসফুসের ক্ষতির একমাত্র কারণ নয়; আরও অনেক অভ্যাস রয়েছে যা আমাদের শ্বাসযন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে। বিএলকে-ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চেস্ট অ্যান্ড রেসপিরেটরি ডিজিজের প্রধান পরিচালক এবং বিভাগীয় প্রধান ডা. সন্দীপ নায়ার এই বিষয়ে আলোকপাত করছেন। বায়ু দূষণবায়ু দূষণ আমাদের ফুসফুসের ক্ষতি করতে পারে। দূষিত পরিবেশে থাকা এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), হাঁপানি, এমনকি ক্যানসারের মতো রোগ হতে পারে। বিশেষ করে খনি, নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা ক্ষতিকারক ধোঁয়া এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসেন, তা ফুসফুসের উপরে প্রভাব ফেলে। খনির দুর্বল বায়ুচলাচল...