রাজধানীতে কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র। তবে তিনি কোন বিভাগে পড়েন, তা এখনো জানা যায়নি। শনিবার দুপুরে অপূর্ব পালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর একটি ভিডিও পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বিষয়টি নিয়ে বিক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষার্থীর বাসার নিচে বিক্ষোভে অংশ নেন। তারা তার শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...