নিজস্ব প্রতিবেদক : গাজার দুর্ভিক্ষকবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার ১৪৯ জন মানবাধিকার কর্মীকে বন্দি দশায় চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরাইলি বাহিনী। শনিবার তুরস্ককে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ বর্বরতার চিত্র উঠে আসে। তারা জানিয়েছে, বন্দি অবস্থায় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত ও অপদস্ত করা হয়েছে। এছাড়া, মুসলমান নারীদের হিজাব কেড়ে নেওয়া হয়েছে, এবং বন্দিদেরকে বিশুদ্ধ পানি বা ঔষধ পর্যন্ত দেওয়া হয়নি। একজন মানবাধিকার কর্মী অভিযোগ করেন যে, ইসরাইলিরা গ্রেটাকে খারাপভাবে টেনেহিঁচড়ে নিয়ে গেছে এবং তার মুখে ইসরাইলের পতাকা পেঁচিয়ে দিয়েছে। ইসরাইলি বাহিনীর আচরণকে অমানবিক বলেও উল্লেখ করা হয়েছে। এমনকি, গুরুতর অসুস্থ একজন নারীকেও সাহায্য করতে অস্বীকার করেছে তারা, এই বলে যে, যদি এখনও মারা না যায়, তাহলে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল শনিবার...