হৃদযন্ত্র মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মূল কাজ শরীরে রক্ত সঞ্চালনের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করা। তাই হৃদযন্ত্রের সঠিক কার্যক্রম বজায় রাখা ও এর সমস্যা দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের হৃদরোগ বিশেষজ্ঞ ড. দিমিত্রি ইয়্যারানোভ সম্প্রতি সতর্ক করে বলেছেন, অনেকেই মনে করেন কম হার্টবিট মানে ভালো ফিটনেস—কিন্তু তা সবসময় সত্য নয়। বরং এটি অনেক সময় বিপজ্জনক হৃদরোগের ইঙ্গিত দিতে পারে। ড. ইয়্যারানোভ জানান, তাঁর এক রোগী মনে করতেন তার হার্টবিট কম হওয়াটা “ভালো ফিটনেস”-এর ফল। কিন্তু পরে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসক লিখেছেন, “তিনি ভেবেছিলেন কম হার্টবিট মানে সুস্থতা, কিন্তু পরে অজ্ঞান হয়ে পড়লেন… একে উপেক্ষা করবেন না।” চিকিৎসক আরও বলেন, দ্রুত হার্টবিট যেমন অনেক সময় প্রাণঘাতী হতে পারে, তেমনি ধীরগতি হার্টবিটও (ব্র্যাডিকার্ডিয়া) বিপজ্জনক হতে পারে যদি...