ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির ঘোষণা তিনি “আসন্ন কয়েক দিনের মধ্যেই” দিতে আশা করছেন। শনিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে সামরিকীকরণমুক্ত করা হবে—সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে, এটি অবশ্যই সম্পন্ন হবে।” নেতানিয়াহুর এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনার অধীনে বন্দিদের মুক্তি দিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। তবে ওই বিবৃতিতে তারা নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং অন্যান্য কিছু বিষয়ে আলোচনার প্রস্তাব রেখেছে। হামাস শনিবার এক বিবৃতিতে অভিযোগ করে, “ইসরায়েল এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে,” এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানায়। মিশরে সোমবার থেকে পক্ষদ্বয়ের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...